Friday, August 2, 2019

আপনি কি হ্যাশ ট্যাগ ব্যাবহার করেন?

আপনি কি হ্যাশ ট্যাগ ব্যাবহার করেন?

আপনারা কি অনলাইনে বিশেষ কোরে সামাজিক মাধ্যম গুলিতে #হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেন? হ্যাশট্যাগ এমন একটা জিনিস যা দিয়ে আপনি একেবারে চুল চেরা কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। ধরেন আপনি ফাইভার নিয়ে পোস্ট গুলি পড়তে চান। তো যদি শব্দটির আগে হ্যাশট্যাগ লাগায় দেন # যত মানুষ এটা নিয়ে লিখেছেন তা আপনার সামনে চলে আসবে সামাজিক মাধ্যমে। বিশেষ কোরে এখন ফেসবুকে অনেক ইডুকেশানাল কন্টেন্ট তৈরি হচ্ছে। তাই যারা চান আপনারা তাদের খুঁজে পান, তারা বিশেষ শব্দ গুলির আগে হ্যাশট্যাগ লাগিয়ে দেন যেন সেই ট্যাগ দিয়ে কেউ কিছু সার্চ করলে তা আপনাদের সামনে চলে আসে।

বিশেষ কোরে দেখবেন ইস্টাগ্রামে, টুইটারে এটা অনেকবেশি চলে। ফেসবুকে অনেক কন্টেন্ট রাইটাররা এটা হয়তো জায়গা মতো ইউস করেন না কিন্তু অনেকেই এটা শুরু কোরে দিয়েছেন। তাই সামাজিক মাধ্যমে বিশেষ কিছু খুঁজে পেতে ব্যাবহার করুন হ্যাশট্যাগ।

No comments:

Post a Comment