Friday, August 2, 2019

ফাইভার গিগ অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং এর পরিপূর্ণ গাইডলাইন

ফাইভার গিগ অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং এর পরিপূর্ণ গাইডলাইন

*ফাইভার কি ?
ফাইভার হচ্ছে এমন একটি মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন টাইপের সার্ভিস সেল হয় । যেমনঃ লোগো ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন কনটেন্ট রাইটিং, ব্যাকলিংক তৈরি, ভিডিও মেকিং ইত্যাদি ।
*গিগ কি ?
গিগ হল আপনি যে সার্ভিসটি সেল করবেন তার অফারের নাম । অর্থাৎ সকল ধরনের সার্ভিসের অফারকে কে গিগ বলে ।
*কিভাবে এসইও অপ্টিমাইজড গিগ খুলবেন ?
উল্টা পাল্টা গিগ খুলে আসলে তেমন ভাল ফিডব্যাক আপনি পাবেন না । তাই এমন ভাবে আপনার গিগ খোলা উচিত যেগুলো বায়াররা ফাইভারের সার্চবক্সে সার্চ করে । বায়াররা সার্চবক্সে যে কিওয়ার্ড লিখে সার্চ দেয় ওই কিওয়ার্ড যদি আপনার গিগের টাইটেল ,ট্যাগ আর ডেসক্রিপশনে থাকে তাহলে আপনার গিগের সঙ্গে বায়ারের সার্চ ইনপুট বা কি ওয়ার্ড ম্যাচ করে সার্চ রেজাল্টের প্রথম দিকে আসতে পারে ।
*এই কিওয়ার্ড গুলি সহজে পাওয়ার উপায় কি ?
এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে , এই কি ওয়ার্ড সাজেশন গুলি সংগ্রহ করে একজায়গায় রেখে একটু এনালাইজ করতে পারলে ভাল হত । কিন্তু এগুলো ফাইভার সার্চ ইনপুট থেকে কালেক্ট করা একটু কঠিন । এই সমস্যা সমাধানের জন্য আমি একটি টুল বের করেছি । এটা আশা করি আপনাদের বেশ কাজে দিবে ।
এটি হলঃ https://www.keyword.io/
*এটা কিভাবে ইউজ করবো ?
এই সাইটে গিয়ে ফাইভার সিলেক্ট করবেন , এবার আপনার গিগের মেইন কি ওয়ার্ড লিখে কান্ট্রি সিলেক্ট করে সার্চ দিবেন। তারপর নিচে দেখবেন যে কতগুলি কি ওয়ার্ড এসে হাজির !! এগুলিকে কপি পেস্ট করে কোন ডকে রাখুন ।
*আচ্ছা, এবার কিওয়ার্ড গুলি কে কি করবো ?
এগুলিকে গিগের টাইটেল, ট্যাগ আর ডেসক্রিপশনে ইউজ করবেন ।
* কিন্তু কিভাবে ?
টাইটেলঃ এমন ভাবে টাইটেল দিবেন যাতে আপনার টাইটেলে কি- ওয়ার্ডগুলি নাচারালি থাকে । কোন স্টাফিং করবেন না । স্বাভাবিক ভাবে দিবেন ।
ট্যাগঃ গিগে মোট পাঁচটি ট্যাগ দেওয়া যায় । ভাল কিছু কি-ওয়ার্ড ট্যাগ হিসেবে ও ইউজ করতে পারেন ।
ডেসক্রিপশনঃ এমন ভাবে ডেসক্রিপশন লিখবেন যাতে কি ওয়ার্ড গুলি নাচারালি চলে আসে । কোনভাবেই ভাবেই স্পামিং করা যাবে না ।
গিগ হতে হবে সাজানো , গোছালো , যাতে দেখলেই পড়তে মন চায় । কারন গিগ না পড়লে বায়ার আপনার গিগ থেকে বাউন্স করবে !
*ভাল গিগের ডেসক্রিপশন লেখার জন্য কি কি কৌশল ফলো করতে হবে ?
বুলেট পয়েন্ট
শর্ট সেনটেন্স মানে সিম্পল বাক্য , বেশি জটিল বা বড় করা যাবে না ।
আই ক্যাঁচিং ওয়ার্ড । জেমনঃ Super , Perfect, Safe Etc
ডেসক্রিপশনে কি ওয়ার্ড ইউজ করতে হবে নাচারালি ।
আরও জানতে হলে আপনার গিগের সাথে সম্পর্কিত টপ গিগ গুলি দেখুন । ওগুলোর স্টাইল ফলো করতে পারেন কিন্তু কপি করা হারাম !
নির্ভুল ইংলিশ হতে হবে । ভুল হলে বায়ার এটা নেগেটিভ ভাবে নিবে
! এক্ষেত্রে এই টুলটি ইউজ করতে পারেন !
গ্রামার চেক করার স্মার্ট টুলঃ
https://languagetool.org/
*গিগে ইমেজ ইউজ করবেন কিভাবে ?
এক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করতে পারেন। এটি বেশ পরিচিত !
https://www.canva.com/
ক্যানভা ইউজ করবেন কিভাবে ?
এটা জানতে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন !
https://youtu.be/gfWq6l5zLvc…
তবে সবচেয়ে ভাল হয় যদি ভিডিও দিতে পারেন।
স্পেশাল টিপসঃ সত্যিই যদি গিগ প্রমোশন করতে চান, তবে কোন বায়ারের কাজ ভাল করে করার পর যদি ০৫ স্টার ফিডব্যাক পান এবং বায়ারের সাথে যদি ভাল রিলেশন থাকে তবে বায়ারক বলবেন আপনার গিগ তার সোশ্যাল প্রফাইল গুলোতে একটু শেয়ার করে দিতে। দেখবেন সে আনন্দ চিত্তে সেটা করে দেবে। বায়ার Fiverr থেকে সহজেই আপনার গিগ তার সোশ্যাল প্রফাইলে শেয়ার দিতে পারে। অল্প কষ্টে এর থেকে ভাল গিগ প্রমোশন আর হতেই পারে না।

আর্টিকেল শুধু পড়লেই হবে না, প্রচুর সময় দিতে হবে । সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন ।

Next Post :>>> Tomorrow, Thank You

No comments:

Post a Comment