Tuesday, September 10, 2019

ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি ?

ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি ?
উত্তর : অনুগ্রহ করে এই নিয়মগুলিকে ছোট করে দেখবেন না এবং সেগুলি মন থেকে মেনে চলুন। নির্দেশিকাগুলিতে ফাঁক-ফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন না বা তাদের আইনি চোখে দেখতে যাবেন না - আপনাকে যেটা করতে হবে তা হল নিয়মগুলিকে বুঝে নেওয়া এবং যে কারণে নিয়মগুলিকে রাখা হয়েছে সেই কারণের উদ্দেশ্য কে সম্মান দেখানো।নগ্নতা বা যৌন সামগ্রী YouTube, পর্নোগ্র্যাফি বা যৌন সামগ্রী প্রকাশ করার জায়গা নয়। আপনার ভিডিওতে এই ধরনের জিনিস থাকলে, এমনকি তা আপনার নিজেরই ভিডিও হলেও, তা YouTube -এ প্রকাশ করবেন না। তাছাড়া, খেয়াল রাখবেন যে আমরা আইন বলবৎকারী বিভাগের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় কাজ করি এবং শিশুদের উপরে চালানো যৌন নির্যাতনের অভিযোগ জানিয়ে থাকি।হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রীচমকে দেওয়া, আতঙ্ক সৃষ্টি করা বা অসম্মান জানানোর মতো কোনো প্রধান উদ্দেশ্য নিয়েই হিংসাত্মক বা ভয়াবহ সামগ্রী পোস্ট করাটা ঠিক হবে না। কোনো খবর বা তথ্যচিত্রের উপস্থাপন করতে গিয়ে কোনো গ্রাফিক সামগ্রী পোস্ট করতে হলে, ভিডিওটিরসাহায্যে ঠিক কী দেখাতে চাওয়া হচ্ছে তা অন্যদের বুঝতে সাহায্য করতে পর্যাপ্ত তথ্য প্রদান করতে ভুলবেন না। অন্যদের হিংসাত্মক কোনো কাজ করতে উৎসাহিত করবেন না। ঘৃণ্য সামগ্রীআমাদের পণ্যগুলির মাধ্যমে আমরা অন্যদের খোলাখুলি ভাবে মতামত জানানোর সুযোগ করে দিই। কিন্তু আমরা এমন সব সামগ্রী যা জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, নাগরিকত্ব, প্রবীণ অবস্থা, অথবা যৌন অবস্থান/লিঙ্গ ভিত্তিক পরিচয়ের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংস্রতা ছড়ায় অথবা তাতে সমর্থন যোগায় অথবাযার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের মূল বিষয়গুলির উপরে ভিত্তি করে ঘৃণার পরিবেশ সৃষ্টি করা, সেগুলিকে আমরা সমর্থন করি না৷ স্পষ্টতই, মত প্রকাশের স্বাধীনতার নাম নিয়ে যখন প্রাথমিক ভাবে কোনো সুরক্ষিত গোষ্ঠীকে আক্রমণ করা হবে, তখন তা আমাদের নিয়মনীতির উল্লঙ্ঘন করা হচ্ছে বলে ধরা হবে৷স্প্যাম, বিভ্রান্তিকর মেটাডেটা, এবং স্ক্যামআমরা কেউই স্প্যাম পছন্দ করি না। আপনার সাইটের ভিজিটর সংখ্যা বাড়াতে বিভ্রান্তিকর বিবরণ, ট্যাগ, শিরোনাম বা থাম্বনেল তৈরি করবেন না। মন্তব্য এবং ব্যক্তিগত বার্তা সহ অনির্দিষ্ট, অনভিপ্রেত বা পুনরাবৃত্তিমূলক সামগ্রী বিশাল পরিমাণে পোস্ট করা ভালো দেখায় না।ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রীশারীরিক ভাবে ভালো রকম আঘাত পেতে পারেন এমন কোনো কাজ অন্যদের, বিশেষ করে বাচ্ছাদের করতে উৎসাহ দিয়ে ভিডিও পোস্ট করবেন না। এই ধরনের ক্ষতিকারক বা বিপজ্জনক কিছু করার উৎসাহ দেওয়া ভিডিওগুলিকে কোনো নির্দিষ্ট বয়সের কম বয়স্কদের দেখার সুবিধা দেওয়া নাও হতে পারে বা কতটা বিপজ্জনক তা বিবেচনা করে ভিডিও সরিয়ে দেওয়া হতে পারে।কপিরাইটকপিরাইটের প্রতি অসম্মান দেখাবেন না। শুধুমাত্র আপনার তৈরি করা বা আপনার ব্যবহারের অনুমতি আছে এমন ভিডিওগুলিই আপলোড করুন। অর্থাৎ, প্রয়োজনীয় অনুমতি না নিয়ে, আপনি তৈরি করেননি এমন কোনো ভিডিও আপলোড করবেন না, আপনার ভিডিওতে এমন কোনো সামগ্রী ব্যবহার করবেন না যার কপিরাইটের মালিক অন্য কেউ, যেমন কপিরাইট থাকা প্রোগ্রামের স্নিপেট বা ভিডিও বা অন্য ব্যবহারকারীদের বানানো মিউজিক ট্র্যাক।হুমকিনিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করা, পিছু নেওয়া, ভয় দেখানো, হয়রানি, শাসানো, গোপনীয়তায় হস্তক্ষেপ, অন্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া এবং অন্যদের হিংসাত্মক কাজ করতে বা ব্যবহারের শর্তাদি লঙ্ঘনের কাজে উৎসাহ যোগানোর মতো ঘটনাগুলিকে হালকা চোখে দেখা হয় না। কাউকে এই ধরনের কিছু করতে দেখা গেলে তাদের YouTube থেকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা দেওয়া হতে পারে।
CLICK HERE TO GET CONNECTED

No comments:

Post a Comment