Thursday, September 5, 2019

চাকুরী করতে হলে ..............

১। চাকুরী করতে হলে কোট টাই পরে ফিটফাট হয়ে করতে হয়
ফ্রিল্যান্সিং লুঙ্গি পরেও করা যায়
২। চাকুরীতে টাইম মেইনটেইন করতে হয় (৮টা-৫টা)
ফ্রিল্যান্সিং এ কোন নির্দিষ্ট কর্মঘণ্টা নাই, যেকোন সময় কাজ করা যায়
৩। চাকুরিতে ছুটি পাওয়া কঠিন
ফ্রিল্যান্সিং এ যখন তখন নিজেকে ছুটি দেয়া যায়
৪। চাকুরিতে কোন একটা নির্দিষ্ট কাজ দ্রুত শেষ করলে আর একটা কাজ ধরিয়ে দেয়
ফ্রিল্যান্সিং এ কোন কাজ দ্রুত সুন্দরভাবে শেষ করতে পারলে বোনাস দেয়
৫। চাকুরিতে নিয়োগকর্তাকে স্যার বলে সম্বোধন করতে হয়
ফ্রিল্যান্সিং এ নিয়োগকর্তা/কাজ প্রদানকারীকে দোস্ত/ফ্রেন্ড বলে সম্বোধন করতে হয়
৬। চাকুরি মানে অন্যের চাকর / গোলাম
ফ্রিল্যান্সিং স্বাধীন পেশা
৭। চাকুরি করা অবস্থায় কারোও বাসায় গেলে বলে, "কিরে চাকুরি পাইলি মিষ্টি কই"
আর ফ্রিল্যান্সিং করলে ফেরার সময় বলে, "তোর তো কোন চাকরি-বাকরি নাই টাকাটা ধর, রাস্তা ভাড়া দিস"
৮। চাকুরিতে একটা অফিসিয়াল কাগজপত্র না পেলে মাথার মধ্যে ঝড় বয়ে যায়
ফ্রিল্যান্সিং এ কাগজপত্রের ঝামেলা নাই, কোডের বাগ ফিক্সড করতে না পারলে দুই দিন রেষ্ট নিলেই চলে
৯। চাকুরিতে ক্লান্ত হলেও কাজ করে যেতে হয়
ফ্রিল্যান্সিং এ নিজের ইচ্ছামত ক্লান্ত হলে রেষ্ট নেয়া যায়
১০। চাকুরিতে কলিগদের মধ্যে সাধারণত একটা হিংসাত্মক মনোভাব কিংবা টানাপোড়েন চলে
ফ্রিল্যান্সারদের মধ্যে সর্বদা ভ্রাতৃত্ববোধ কাজ করে
১১। চাকুরিতে বেটার স্যালারী পেতে অনেক সময় ঘনঘন প্রতিষ্ঠান / মালিক পরিবর্তন করতে হয়
ফ্রিল্যান্সিং এ বেশি উপার্জনের জন্যে লেটেস্ট টেকনোলজি শিখতে হয়
১২। চাকুরিতে অনেক ফর্মালিটি মেইনটেইন করতে হয়, সিনিয়র জুনিয়র মাথায় রেখে কথা বলতে হয়
ফ্রিল্যান্সিং এ এসবের ঝামেলা নাই
১৩। চাকুরি পেতে হলে অবশ্যই মামা চাচা কিংবা রেফারেন্স লাগে
ফ্রিল্যান্সিং এ নিজের যোগ্যতাই কাজ পাওয়ার শক্তি
১৪। চাকুরি করতে করতে মন-মানসিকতা, চিন্তাভাবনা ধীরে ধীরে চাকরে পরিনত হয় (চিন্তাভাবনার জগতের ও স্বাধীনতা থাকে না)
ফ্রিল্যান্সিং এ স্বাধীন চিন্তাভাবনার যথেষ্ট সুযোগ আছে।
.
১৫। চাকুরিতে সামাজিক মর্যাদা আছে
ফ্রিল্যান্সিং এ সামাজিক মর্যাদা নাই (গ্রামে নাই, শহরে আছে)
১৬। বিয়ের বাজারে ১০ হাজার টাকার চাকুরেদেরও ডিমান্ড যথেষ্ট
কিন্তু লাখ টাকা উপার্জনকারী ফ্রিল্যান্সারদের কদর নাই
১৭। চাকুরিতে উপার্জন নির্দিষ্ট তাই পরিবারের নির্ভরশীল লোকদের চাহিদাও নির্দিষ্ট থাকে
কিন্তু ফ্রিল্যান্সিং এর উপার্জন নির্দিষ্ট নয়, তাই একমাসে উপার্জন পাঁচ লাখ টাকা হলে পরবর্তীতে পরিবারের লোকজন ভাবে প্রতিমাসেই উক্ত পরিমাণ উপার্জন হবে আর তাদের চাহিদাও বেড়ে যায়
১৮। চাকুরিতে সাধারণত দিনে কাজ করতে হয়
ফ্রিল্যান্সিং এ ক্লায়েন্ট ধরার জন্যে হলেও রাত জাগা লাগে (কাজ দিনেও করা যায়)
১৯। চাকুরিতে কোন একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে না পারলে বসকে সাত-পাঁচ বোঝানো যায়
ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট সময়ে কাজ করতে না পারলে নেগেটিভ ফিডব্যাক পেতে হয়, যা ভবিষ্যতে কাজ পাওয়া কঠিন করে দেয়।
২০। চাকুরিতে যেদিন থেকে জয়েনিং সেদিন থেকেই বেতন ধরা হয়
ফ্রিল্যান্সিং এ একাউন্ট খুললেই মাস শেষে বেতন পাওয়ার কোন সুযোগ নাই
২১। যেকোনো কম বুদ্ধি সম্পন্ন মানুষ ও চাকুরী করতে পারে
ফ্রিল্যান্সিং করতে হলে নির্দিষ্ট বিষয়ে ট্যালেন্ট (যথেষ্ট পারদর্শী) হতে হয়।
....
কেউ নতুন কিছু যুক্ত করতে পারলে কমেন্ট করেন...

No comments:

Post a Comment