Friday, June 14, 2019

মুস্তফা কামালের ‘স্মার্ট’ বাজেট গতানুগতিক ছকেই


২০১৯-২০ অর্থবছরের জন্য ব্যয়ের যে ফর্দ বৃহস্পতিবার সংসদে হাজির করলেন তিনি, তাতে সেই ‘স্মার্টনেস’ কিংবা নতুনত্ব কিছুই পাওয়া যায়নি।
“এটি একটি ধারাবাহিক বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দুটি সরকার টানা যে ১০টি বাজেট দিয়েছিল, তারই ধারাবাহিকতায় নতুন বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী,“ এই প্রতিক্রিয়া এল শেখ ফজলে ফাহিমের কাছ থেকে।
এফবিসিসিআই সভাপতির মতো সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্যও বাজেটে ‘নতুনত্ব’ খুঁজে না পাওয়ার কথা জানিয়ে বলেছেন, “এটা ধারাবাহিক বাজেট।”
বাজেট উত্থাপনের দুদিন আগে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন মুস্তফা কামাল; জ্বর নিয়েই সংসদে এসে বাজেট বক্তৃতা শুরু করেছিলেন তিনি, কিন্তু তার কথায়ই অসুস্থতা টের পাওয়া যাচ্ছিল।
এক পর্যায়ে অর্থমন্ত্রীকে বিশ্রাম দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বাজেট বক্তৃতা উপস্থাপনশুরু করেন। এটা ছিল দেশবাসীর জন্য নতুন। সংসদে এর আগে কখনোই কোনো সরকার প্রধান বাজেট উপস্থাপন করেননি।
https://upload.ac/0sx9v1lk7ocl

No comments:

Post a Comment